০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১০:৪৪:৪৬ পূর্বাহ্ন


সাফজয়ী সাবিনাদের নিয়ে শিল্পীদের উচ্ছ্বাস
সালেহ খান শাওন
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
সাফজয়ী সাবিনাদের নিয়ে শিল্পীদের উচ্ছ্বাস


প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সোমবার (১৯ সেপ্টেম্বর) টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক নেপালকে তাদের মাঠে ৩-১ গোলে হারিয়ে জয় পায় বাংলাদেশের সাবিনারা। বাঘিনীদের এই দাপুটে জয়ে উল্লাসে মেতেছে পুরো বাংলাদেশ। থেমে নেই তারাকারাও-

মঞ্চকুসুম শিমুল ইউসুফ লিখেছেন, ‘জয় বাংলা। অভিনন্দন বাংলাদেশের মেয়েদের। আমরাই শ্রেষ্ঠ ফুটবলের মাঠে।’

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান শুভেচ্ছা জানিয়েছেন এভাবে, ‘অভিনন্দন বাঘিনীরা। আমাদের মেয়েরা ইতিহাস সৃষ্টি করেছে। এগিয়ে যাও।’

অভিনেত্রী-নির্মাতা মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘টুপিখোলা অভিবাদন বাঘিনীর দল!’

চিত্রনায়ক আরিফিন শুভ তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস! নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। অভিনন্দন চ্যাম্প।’

আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী খেলা দেখেছেন তার একমাত্র কন্যা ইলহামকে নিয়ে। সেই অপূর্ব মুহূর্তের কথা উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি এবং আমার মেয়ে ঝিরঝিরে ব্রডকাস্টেও পুরা খেলা দেখেছি, হইচই করেছি, চিৎকার করেছি। আমি জানি না ও কিছু বুঝতে পারলো কিনা বা বড় হয়ে মনে থাকবে কিনা- বাংলাদেশের একটা বড় ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো সে। অভিনন্দন বাংলাদেশ নারী ফুটবল দল। তোমরা সাফ চ্যাম্পিয়ন না হলেও আমাদের চোখে চ্যাম্পিয়নই থাকতা। সকল প্রকার মিসোজিনি, টীকা-টিপ্পনী, বাধা ডিঙিয়ে যে পথ তোমরা চলছো, তাতে তোমরা প্রতিদিনেরই চ্যাম্পিয়ন।’

অভিনেত্রী নাবিলা লিখেছেন, ‘লাভ ইউ বাংলাদেশ, হ্যাটস অফ গার্লস।’

বাস্তব জীবনে হার না মানা এক নারী চিত্রনায়িকা পরীমণি। তাই মেয়েদের শিরোপা জয়ের আনন্দ তাকে ছুঁয়েছে দারুণভাবে। তিনি বলেছেন, ‘কুর্ণিশ নায়কেরা। আমরা আমাদের বাঘিনীদের নিয়ে গর্বিত।’

গীতিকার আহমেদ রিজভী লিখেছেন, ‘নেপালকে পরাজিত করে প্রথমবারের মতো ইতিহাস গড়লো বাংলাদেশের নারীরা। এ বিজয় বাংলাদেশের নারী ফুটবলের এগিয়ে যাওয়ার গল্প, হার না মানা লড়াইয়ের গল্প। তোমাদের প্রতি রইলো অভিনন্দন, শ্রদ্ধা ও ভালোবাসা।’

আলোচিত নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‘ভালোবাসা সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল টিম! এই প্রতিকূল সময়ে জয়টা ভীষণ প্রয়োজন ছিল। ভালোবাসা আবারও।’

নাট্যাভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদের শুভেচ্ছা বার্তা কিছুটা দীর্ঘ, আবেগে সমৃদ্ধ। তার মতে, ‘মেয়েদের জেতা সাফের ট্রফিটার ওজন কত হবে? খুব বেশি হলে ৪-৫ কেজি? দাম কতই বা হবে? লাখ খানেক টাকা? এবার এর সঙ্গে যোগ করেন- এলাকার মানুষের কটু কথা, বাবা-মায়ের বকুনি, সংসারের অভাব-অনটন, বিয়ের তাড়া, দিনের পর দিন কঠোর পরিশ্রম, হাজারো না পাওয়া। এবার ওজন করেন ট্রফিটা, এখন একটু চেষ্টা করেন ট্রফিটা তোলার! আর জয়টাও এভারেস্টের দেশ নেপালের বিপক্ষে! বাংলাদেশের এই মেয়েদের জন্য ট্রফিটা এভারেস্ট জয়ের মতোই! বাংলাদেশ নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়ন! অভিনন্দন, অভিনন্দন এবং অভিনন্দন। বাংলাদেশ আজ গর্বিত!’

অভিনেতা রওনক হাসান লিখেছেন, ‘জয়তু নারী। বাংলাদেশ সাফ ফুটবল চ্যাম্পিয়ন!! উল্লাস...’

মেয়ে হয়ে বিশ্বের দরবারে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। মিস ওয়ার্ল্ড-এর মতো আসরে তিনি অংশ নিয়ে প্রশংসা পেয়েছেন। সাফ শিরোপা জয়ে তার অনুভূতি, ‘আমাদের মেয়েরা। অভিনন্দন আমাদের বাংলাদেশ নারী ফুটবল দল। ধন্যবাদ আমাদের গর্বিত করার জন্য।’

অভিনেত্রী জাকিয়া বারী মম শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন বাঘিনীরা’।

অভিনেত্রী অরুণা বিশ্বাসের ভাষ্য, ‘অভিনন্দন বাঘিনী দল। আমাদের বাঘিনীদের সম্মানজনক সম্মানী দেওয়া হোক।’

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী ফুটবলার সানজিদার স্ট্যাটাস শেয়ার দিয়ে লিখেছেন, ‘স্যালুট’।

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব শুভেচ্ছা জানিয়েছেন একটি ছবির মাধ্যমে। ক্যাপশন দিয়েছেন ‘অভিনন্দন’।  

খেলাপাগল নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী নারী দলের একটি ছবির সঙ্গে একশব্দে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন, ‘জিতসি...’।

‘শুভেচ্ছা’খ্যাত সঞ্চালন ও চিকিৎসক আবদুন নূর তুষার বলেন, ‘আজ আমার জন্মদিন। এই জন্মদিনে সবচেয়ে বড় উপহার পেয়েছি আমার কন্যাসম ফুটবলারদের কাছ থেকে। ইতিহাসে লেখা থাকবে ১৯ সেপ্টেম্বর প্রথম আমাদের কোনও মেয়েদের দল দক্ষিণ এশিয়ায় শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে।’

এই সময়ে দুই বাংলার সবথেকে উজ্জ্বল অভিনেত্রী জয়া আহসান দারুণ একটি পোস্টার প্রকাশ করেছেন। যেখানে নারী ক্রিকেটারদের একটি পেইন্টিংয়ে লেখা আছে বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক স্লোগান, ‘দাবায়ে রাখতে পারবা না।’ ‌ 

এছাড়াও সংস্কৃতির সব শাখার শিল্পীরা যার যার মতো করে নারী ফুটবলারদের প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন।

উল্লেখ্য, সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী এই একাদশে খেলেছেন- রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার, আঁখি খাতুন, মাসুরা পারভীন, মনিকা চাকমা, সানজিদা আক্তার, মারিয়া মান্দা, সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার ও সিরাত জাহান স্বপ্না।


That's why they are not on social media!