০৬ নভেম্বর ২০২৪, বুধবার, ০৯:২৬:১৭ পূর্বাহ্ন


প্রেম প্রসঙ্গে পূজা চেরী
সালেহ খান শাওন
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
প্রেম প্রসঙ্গে পূজা চেরী


আলোচনায় এখন পূজা চেরী। না, শুধু শাকিব খান ইস্যু না; রয়েছে আরও বেশ ক’টি উপলক্ষ। তার অভিনীত সরকারি অনুদানের সিনেমা ‌‘হৃদিতা’ মুক্তি পেতে যাচ্ছে ৭ অক্টোবর। ছবিটির ট্রেলার প্রকাশের পর একটি দৃশ্য নিয়ে উঠেছে সমালোচনাও। পেয়েছেন আমেরিকার ভিসা, এরসঙ্গে যুক্ত হলো পূজা উৎসব। তাই সবমিলিয়ে পূজার বৃহস্পতি এখন তুঙ্গে।

পূজা উৎসব প্রসঙ্গে চেরী বলেন, ‘আসলে আমার পূজা শুরু হয়েছে বেশ কিছুদিন আগেই, থাইল্যান্ডে। সেখানে একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে গিয়েছিলাম। তখন পূজার জন্য অনেক শপিং করেছি।’

না, এই পূজায় গ্রামের বাড়ি খুলনা কিংবা আমেরিকায় নয়। পরিকল্পনা নেই কলকাতা বেড়াবারও। পূজা চেরী এবার পূজার আনন্দ ভাগ করে নেবেন ঢাকার মন্দিরে মন্দিরে। পূজার দিন শহরের বিভিন্ন মণ্ডপে ঘুরবেন। প্রথমে যাবেন ঢাকেশ্বরী মন্দিরে, তারপর ঢাকার আরও অনেকগুলো পূজা মণ্ডপে যাওয়ার ইচ্ছে রয়েছে তার।

পূজার সঙ্গে প্রেমের একটা গভীর সম্পর্ক আছে। বাতাসে ভাসছে, তার প্রেমটা এখন ঢাকাই কিংয়ের সঙ্গে জমে উঠেছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রে উড়াল দিতে পারেন দুজনেই! তবে এসব প্রশ্ন সরাসরি না করে জিজ্ঞাসা ছিলো এটুকুই- এখন কার প্রেমে ডুবে আছেন পূজা? এমন প্রশ্নে বেশ ডিপ্লোম্যাটিক পূজা। বললেন, ‘আমি তো প্রেমের মধ্যে থাকতেই পছন্দ করি। প্রেম ছাড়া মানুষের জীবন তো অর্থহীন। কিন্তু হঠাৎ আমার মনে হয়েছে, প্রেম আসলে কাজের কিছুটা হলেও ক্ষতি করে। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রথমে কাজ, তারপর অন্যকিছু। তাই কারও সঙ্গেই প্রেম নেই আপাতত।’ 

এবার সিনেমা প্রসঙ্গ। ‘হৃদিতা’ মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে কেমন ভাবছেন পূজা? বললেন, ‘এই সিনেমায় অভিনয়ের প্রথম কারণ হলো- সাহিত্যিক আনিসুল হক। তার লেখার ভক্ত আমি স্কুল জীবন থেকেই। যখন শুনেছি তার লেখা উপন্যাস অবলম্বনে এই সিনেমা হবে, আমি সেই চরিত্রে অভিনয় করবো, তখন আমার কতোটা ভালো যে লেগেছে বলে বোঝাতে পারবো না।’

পূজা সম্প্রতি থাইল্যান্ডে গিয়েছিলেন ‘পরী’ নামের একটি ওয়েব ফিল্মের শুটিংয়ে। এটি নারী পাচারের গল্প নিয়ে। সেখানে পূজাকে দেখা যাবে বার ড্যান্সারের ভূমিকায়।

এছাড়াও মুক্তিপ্রতিক্ষীত ‘মাসুদ রানা’ সিনেমায় সোহানা চরিত্রে অভিনয় করেছেন পূজা। এই চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে অনেক কষ্ট করেছেন তিনি। তার ভাষায়, ‘এই সিনেমায় কোনও ডামি ছাড়াই শুটিংয়ে অংশ নিয়েছি, জীবনের ঝুঁকি নিয়েছি।’ 

এ ছাড়াও ‘নাকফুল’ সিনেমার কাজ শেষ করেছেন সম্প্রতি।