০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৩:৩৭:৩৮ অপরাহ্ন


ঢাকার টাকা ফেরত চেয়ে নোরার কাছে লিগ্যাল নোটিশ
সালেহ খান শাওন
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১১ ০১:১৩:০৪
ঢাকার টাকা ফেরত চেয়ে নোরার কাছে লিগ্যাল নোটিশ


ঢাকার টাকা নিয়ে শো করেননি, ফেরতও দিচ্ছেন না বলিউডের এই সময়ের হট ড্যান্সার নোরা ফাতেহি। আর এ নিয়ে বেজায় চটেছে আয়োজক প্রতিষ্ঠান মিরর ম্যাগাজিন।

অবশেষে ‘দিলবার’ ‘সাকি সাকি’, ‘ড্যান্স মেরি রানি’ গানগুলোতে পারফর্ম করে ফাটিয়ে দেওয়া নোরা ফাতেহি বরাবর ঢাকা থেকে মুম্বাইয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

গত সেপ্টেম্বরে ঢাকায় আসার কথা ছিলো নোরা ফাতেহির। এ জন্য বাংলাদেশের মিরর গ্রুপ থেকে ১৫ লাখ রুপি অ্যাডভান্স নিয়েছিলেন তিনি। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় নোরা তখন আসতে পারেননি। এবার জানা গেল বলিউডের এই সেনসেশন আগামী নভেম্বরে ‘গ্লোবাল এসিভার অ্যাওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসবেন। মূলত এই ইভেন্টকে কেন্দ্র করেই মিরর গ্রুপ থেকে তাকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। 

নোটিশে বলা হয়, গত সেপ্টেম্বরে তাদের একটি প্রোগ্রামে আসার কথা ছিল নোরার। ১৫ লাখ রুপিও অ্যাডভান্স নিয়েছিলেন তিনি। কিন্তু সংস্কৃতি মন্ত্রণালয়ের অনুমতি না পাওয়ায় নোরা আসতে পারেননি।

পরবর্তী সময়ে আগের ১৫ লাখ রুপি ফেরত দেয়ার ব্যাপারে যোগাযোগ করা হলেও নোরার তরফ থেকে কোনও জবাব আসেনি। এ অবস্থায় নতুন আরেকটি অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য নোরার ঢাকায় আসার ঘোষণা ‘মিরর গ্রুপ’-এর জন্য অসম্মানজনক বলে জানানো হয়।

এ জন্য মিরর গ্রুপের পক্ষ থেকে আইনি নোটিশের মাধ্যমে তাদের অর্থ ফেরত দেয়ার আগে নভেম্বরে নোরা ফাতেহিকে ঢাকার অনুষ্ঠানটিতে যোগ না দেয়ার অনুরোধ করা হয়েছে। নয়তো আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মিরর গ্রুপের সিইও শাজাহান ভূঁইয়া সাজু। 

এর আগে গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে এক ভিডিওবার্তায় নোরা ফাতেহি জানান, ‘গ্লোবাল এসিভার এওয়ার্ড-২০২২’ অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকা আসছেন। 

ঢাকার একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে নাচবেন নোরা। অনুষ্ঠানে পুরস্কার বিতরণও করবেন তিনি। 

ভিডিওবার্তায় তিনি বলেন, ১৮ নভেম্বর তিনি ঢাকা আসছেন। এ সময় আয়োজকদের প্রশংসা করেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি।’


That's why they are not on social media!