০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:০৩:২৮ পূর্বাহ্ন


ক্রোয়েশিয়া জিতলে নগ্ন হওয়ার প্রতিশ্রুতি!
আগন্তুক আলেয়া
  • আপডেট করা হয়েছে : ২০২২-১২-১৩ ২০:২৭:২১
ক্রোয়েশিয়া জিতলে নগ্ন হওয়ার প্রতিশ্রুতি!


কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে সোমবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে আর্জেন্টিনার মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এই রাতে আর্জেন্টিনাকে হারাতে পারলেই ক্রোয়েশিয়া তাদের অধরা শিরোপার শেষ ধাপে পৌঁছে যাবে। মাঠে লুকা মদরিচের পাশাপাশি গ্যালারিতে দ্যুতি ছড়াচ্ছে সাবেক মিস ক্রোয়েশিয়া ইভানা নল।

ক্রোয়েশিয়ার জন্য এবার এই সুন্দরী দর্শকদের প্রতিশ্রুতি দিয়েছেন। ক্রোয়েশিয়া জিতলে নগ্ন হবেন এই সুন্দরী।

বিশ্বকাপের শুরু থেকেই গ্যালারিতে নজড় কেড়েছেন এই ক্রোয়েশিয়ান মডেল ইভানা। নিত্যনতুন ডিজাইনের পোশাক পরে মাতিয়ে রাখছেন গ্যালারি। গ্যালারিতে তার ছবি বারবার ভাইরাল হয়েছে। এই ছবিগুলো এখন আলোচনায়। এর মধ্যেই এই সুন্দরীর নতুন প্রতিশ্রুতি আরও উসকে দিয়েছে সেই আলোচনাকে।

কোয়ার্টার ফাইনালে গ্যালারিতে দর্শকদের সঙ্গে সেলফি তোলার সময় নিরাপত্তারক্ষীর বাধার মুখে পড়েন ইভানা। এরপর এক স্থানে বসেই উপভোগ করতে হয় পুরো খেলা। তাকে আটকাতে পারলেও ক্রোয়েশিয়াকে আটকাতে পারেনি ব্রাজিল। টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে সেদিন সেমিফাইনাল নিশ্চিত করে দলটি।

ইতিমধ্যে এবারের বিশ্বকাপের হটেস্ট ফ্যান হিসেবে পরিচিতি পেয়েছেন ইভানা। এবার সব ছাড়িয়ে দর্শকদের সামনে নগ্ন হয়ে হাঁটার ঘোষণা দিয়ে বসলেন তিনি। এখনো শিরোপা থেকে দুই ধাপ পিছিয়ে আছে ক্রোয়েশিয়া। এবার কি পারবে তারা তাদের অধরা শিরোপা জিততে।

বিশ্বকাপের এবারের আসরে খোলামেলা পোশাকের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল কাতার। কর্তৃপক্ষের এই নিষেধাজ্ঞার সমালোচনা করেন ইভানা। বিশ্বকাপ শুরুর পর সেই নিষেধাজ্ঞা শিথিল রয়েছে। সমালোচনা করলেও এখন পর্যন্ত নিয়মের বেড়াজালে আটকাতে হয়নি এই মডেলকে। গত বিশ্বকাপের বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়ার প্রতিটি ম্যাচে তাদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন তাদের প্রেসিডেন্ট। এবার গ্যালারি থেকে সেই উৎসাহের কাজটি করছেন এই মিস ক্রোয়েশিয়া।

স্টেডিয়ামের বাইরে সমুদ্রসৈকতে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন ইভানা। সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব রয়েছেন এই মডেল। সেমিফাইনাল সামনে রেখে দলকে উজ্জীবিত করতে এই মডেল লিখেন, ‘অনুমান করো তো আর্জেন্টিনার জালে কয়টি বল ঢুকবে?’ তার এই পোস্টে অনেকেই মন্তব্য করছেন। আর্জেন্টিনা ফ্যানরা এসে বিরূপ মন্তব্য করলেও দমে যাননি এই ইভানা। তিনি দলের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে গেছেন। ফিফা র‍্যাঙ্কিংয়ে ক্রোয়েশিয়ার চেয়ে এগিয়ে থাকলেও ইভানা মনে করেন আর্জেন্টিনাকে বড় ব্যবধানেই হারাবে ক্রোয়েশিয়া।


That's why they are not on social media!