০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৩:২০:১৬ অপরাহ্ন


এখন বাকি আছে শুধু মৃত্যু: নোবেল
কুবলাই
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৪-১১ ২১:০০:০৯
এখন বাকি আছে শুধু মৃত্যু: নোবেল



জি বাংলার ভারতীয় অনুষ্ঠান "সারেগামাপা" বাংলাদেশের গায়ক মাইনুল আহসান নোবেলকে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। তবে বেশ কিছু মন্তব্য বা ঘটনার জন্য সমালোচনার মুখে পড়েছেন এই শিল্পী। এবার তিনি সোশ্যাল মিডিয়াতে তার ক্যারিয়ার এবং প্রাক্তন স্ত্রী নিয়ে কথা বলেছেন তিনি।

মঙ্গলবার সকালে নোবেল ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি স্ট্যাটাস আপডেট করেন। নোবেল লেখেন,' আমার জীবনে প্রতিটি ঘটনা অপ্রত্যাশিতভাবে ঘটেছে। যা হৃদয়বিদারক। হতে পারে তা মাদক ও অ্যালকোহল। আমার মাথায় ৭০টি সেলাই এবং আমার সাবেক স্ত্রী এতে খুশি। তিনি আরও লেখেন, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে। এখন বাকি আছে শুধু মৃত্যু। তোমাকে সুস্বাগতম প্রিয়তমা। তোমাকে আলিঙ্গন করতে প্রস্তুত আমি।'

নোবেলের ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়গুলো মোটেও সুখকর ছিল না। একের পর এক ঝামেলা লেগেই ছিল তার। কখনো স্ত্রীর সাথে, কখনো নগরবাউল জেমস বা রবীন্দ্রনাথ ঠাকুরের মতো কিংবদন্তি শিল্পী বা কবিদের সম্পর্কে উদ্ভট কথা বলে। সারেগামাপা থেকে বেরিয়ে আসা এই গায়ক মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় একই রকম পরিস্থিতিতে পাল্টা জবাবও দিয়েছেন। তাতেও বেজেছে আরেক জামেলার ঘন্টা !

That's why they are not on social media!