০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০১:৪২:১১ অপরাহ্ন


সেই সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী আসলে কি বলেছিলেন ?
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-১১-২২ ২১:১৫:১০
সেই সাক্ষাৎকারে চঞ্চল চৌধুরী আসলে কি বলেছিলেন ? চঞ্চল চৌধুরী


ক্রিকেটে বর্তমানে ভারতকে বেশ প্রতিদ্বন্দী এক দল হিসাবে গণ্য করে বাংলাদেশ। সেই রেশ ধরেই ফাইনালে রোহিত-কোহলিদের হারে এদেশেও একদল সমর্থকের মাঝে উৎসব বিরাজ করেছে। বিষয়টি মোটেও ভালো চোখে দেখেনি ভারতীয়রা। 

কোহলিদের হারে কেন বাংলাদেশে এই উৎসবের আমেজ? ভারতীয় একটি সংবাদমাধ্যমের এমন প্রশ্নের মুখে পড়েন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর সঙ্গে। যেখানে এই তারকা জানান, 'বাংলাদেশে ভারতবিদ্বেষী আছে। তবে এটা পুরো দেশের সামগ্রিক চিত্র নয়। একদল মানুষ ভারতের হারে খুশি হয়।' 

চঞ্চল আরো বলেন, ‘বাংলাদেশে কেউ কেউ ভারতবিদ্বেষী আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। এটা বাস্তব। সব দেশেই এমন থাকে। বাংলাদেশেও আছে। তবে এটা বাংলাদেশের সার্বিক ছবি নয়। আর যারা ভারত বিদ্বেষী তাদের তো জনে জনে গিয়ে আমার পক্ষে বলা সম্ভব নয় যে, ভারতকে সাপোর্ট করো।’ 

বাংলাদেশে কারা ভারতবিদ্বেষী এমন প্রশ্ন করলে এই অভিনেতা বলেন, ‘বাংলাদেশের প্রচুর মানুষ আছে, যারা ভারতের সিনেমা ও খেলাকে সাপোর্ট করে। এ রকম প্রচুর আছে যারা মুক্তিযুদ্ধে ভারতের অবদানকে স্বীকার করে। তবে কেউ কেউ আছে যারা এটা স্বীকার করে না। তারা বংশ পরম্পরায় ভারত বিরোধী। বলা যায়, মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তি। যারা বিপক্ষের শক্তি তারা পাকিস্তানকে সাপোর্ট করে। ভারতকে পছন্দ করে না। ’

চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘একটা দেশে বিভিন্ন মতাদর্শের মানুষ আছে। বাংলাদেশের বহু মানুষ এখনও মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, অনেকে আবার সমর্থনও করে। আবার ভারত পাকিস্তান খেলা হলে অনেকে পাকিস্তানকেও সমর্থন করে। তবে আমার মনে হয়, এটা গোটা বাংলাদেশের ছবি নয়। যারা ভারতবিরোধী তারা ইন্ডিয়ার সমর্থন করেনি। এমন নয় যে বাংলাদেশের ২০ কোটি মানুষই ভারত বিদ্বেষী। এটা তো রাজনীতি অথবা খেলা সবক্ষেত্রেই হয়। হতে পারে ঢাকা ইউনিভার্সিটি চত্বরে যারা ছিল তারা হয়তো ভারত বিদ্বেষী। এখন ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়েন, সবাই কি আর ভারতকে সাপোর্ট করে? নিশ্চয়ই না, পাকিস্তানের সাপোর্টার আছে, অন্য দলের আছে।’ 

ভারতবিদ্বেষীদের কারণে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নে চঞ্চল বলেন, ‘আমি আন্তর্জাতিক বিশেষজ্ঞ নই, ফলে এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। যারা এসব নিয়ে চর্চা করেন, তারা বলতে পারবেন। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়, ভারতে হারের ফলে যে ঘটনা বাংলাদেশে হয়েছে, তা একটা অংশের উচ্ছ্বাস। এটা দেশের সব মানুষের চিত্র নয়। আমি যাদেরকে দেখেছি তাদের অধিকাংশই ভারতের হারে কষ্ট পেয়েছে।’


That's why they are not on social media!