০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১০:৫২:০৪ পূর্বাহ্ন


সাকিবের নেতৃত্বে বরিশালের হ্যাটট্রিক জয়
ট্রেন্ড রিপোর্ট
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০১-১৪ ২১:০৪:১২
সাকিবের নেতৃত্বে বরিশালের হ্যাটট্রিক জয়


বিপিএলের নবম আসর হার দিয়ে শুরু করে টিম বরিশাল। এরপর সাকিবের নেতৃত্বে ঘুরে দাঁড়ায় তারা। আজ (১৪ জানুয়ারি) অধিনায়ক সাকিব আল হাসানের ঝড়ো ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় পেয়েছে ফরচুন বরিশাল। 

এদিকে জয়ের অপেক্ষা বাড়লো কুমিল্লার। আসরে তিন ম্যাচ খেলে এখনো জয়ের স্বাদ পায়নি দলটি, হেরেছে তিনটি ম্যাচেই। আজ বরিশালের বিপক্ষে বর্তমান চ্যাম্পিয়নরা হেরেছে ১২ রানে। বরিশালের জয়ের নায়ক আজ সাকিব আল হাসান। ব্যাটে-বলে সমানতালে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

টানা তিন ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে চার খেলায় ৬ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে বরিশালের অবস্থান দ্বিতীয়। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স।

১৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে বরিশালের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পেরে ওঠেনি কুমিল্লা। দলের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানি ব্যাটসম্যান খুশদিল শাহ। ১৫ বলে ২৮ রান করেন অধিনায়ক ইমরুল কায়েস। ১৯ বলে ২৭ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও প্রথম পাওয়ারপ্লেতে দুই উইকেট হারায় বরিশাল। এরমধ্যে ওপেনিং করতে নামা মিরাজকে ৬ রানের বেশি করতে দেননি তানভীর ইসলাম। তিনে নেমে চতুরঙ্গ ডি সিলভা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে থাকেন। তিনি ফেরেন ১২ বলে ২১ রান করে। বিজয় করেছেন মাত্র ২০ রান। নিয়মিত তিনে ব্যাট করতে নামলেও কুমিল্লার বিপক্ষে চারে ব্যাট হাতে নামেন সাকিব।

ক্রিজে এসেই ঝড়ো মেজাজে খেলতে থাকেন সাকিব। তাকে সঙ্গ দিতে থাকেন ইব্রাহিম জাদরান। এই ব্যাটসম্যানকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন সাকিব। ইব্রাহিম ২৭ রান করে ফিরলে ভাঙে জুটি। এরপর ৩১ বলে সাকিব করলেন এবারের টুর্নামেন্টে নিজের দ্বিতীয় অর্ধশতক।

আর অর্ধশতক পূরণ করার পরেই ব্যাট হাতে আরও আক্রমণাত্মক হয়ে ওঠেন সাকিব। তার ব্যাটে ভর করেই শেষ চার ওভারে ৪৪ রান তুলে নেয় বরিশাল। ৮ চার ও ৪ ছয়ে ৪৫ বলে ৮১ রান তোলেন সাকিব। এতেই ফরচুন বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে। কুমিল্লার হয়ে ৪ ওভারে ৩৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন তানভির ইসলাম।

চলতি আসরে বিপিএলে চার ম্যাচে ১৫৬ রান তুলে টুর্নামেন্টের সর্বোচ্চ রানের সংগ্রাহকের তালিকায় চারে উঠে এসেছেন সাকিব আল হাসান। ১৬১ রান করে তার ওপরে আছেন আজম খান, নাজমুল হোসেন শান্ত ১৬৭ রান করে দুইয়ে আছেন আর চোটে পড়া তাওহিদ হৃদয় ১৯৫ রান করে আছেন শীর্ষে।