০১ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ০৩:৩৮:৫২ অপরাহ্ন


পদ্মা সেতুতে আইসিসি বিশ্বকাপের ট্রফি
সোহেল জুলফিকার
  • আপডেট করা হয়েছে : ২০২৩-০৮-০৭ ২০:৩১:২২
পদ্মা সেতুতে আইসিসি বিশ্বকাপের ট্রফি আইসিসি বিশ্বকাপের ট্রফি


আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ ট্রফি আজ অফিসিয়াল ফটোশুট হয়েছে। অফিসিয়াল ট্রফি সফরের অংশ হিসেবে গতকাল রাতে ট্রফিটি ঢাকায় এসেছে।

সফরের প্রথম দিনে, মাওয়া প্রান্তের পদ্মা বহুমুখী সেতুর সার্ভিস এরিয়া ১-এ আইসিসি বিশ্বকাপ ট্রফির প্রদর্শন করা হয়েছিল

আগামীকাল সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে পুরুষ ও মহিলা জাতীয় দলের সদস্য, বর্তমান ও সাবেক ক্রিকেটার, ক্রিকেট কর্মকর্তা ও সংগঠক এবং মিডিয়ার সদস্যদের জন্য ট্রফিটি প্রদর্শন করা হবে।

ট্রফি ট্যুরের তৃতীয় ও শেষ দিনে সাধারণ মানুষ ট্রফিটি খুব কাছ থেকে দেখতে পাবে কারণ ট্রফিটির সর্বজনীন প্রদর্শনের জন্য ৯ আগস্ট ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত নির্ধারিত রয়েছে।